পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাভারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিজয়ী শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দিলেন মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম

ছবি
  মোঃ ইমরান হোসেন, সাভারঃ সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে।  শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার সোবহানবাগের আদর-আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যন্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব...

সাভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনে হয়রানি রোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবি
 মোঃ ইমরান হোসেন, সাভারঃ সাভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সম্পর্কিত হয়রানি ও ভোগান্তি লাঘবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে রেজিস্ট্রার জেনারেল মো. জাহিদ হোসেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার, সাবেক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধি জনাব শাওন সরকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার জনগন উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় অভিযোগ করে বক্তারা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন ৫ দিনের মধ্যে প্রাপ্তির কথা বলা হলেও সে সনদ পেতে ১ মাস এবং এর চেয়েও বেশী সময় লাগে এবং অনেক ক্ষেত্রেই নামের বানানসহ বিভিন্ন ভুল ক্রটি লক্ষ্য করা যায়, যা ভোগান্তি বাড়িয়ে তোলে।   এ সময় বিষয়গুলোতে বিশেষ দৃষ্টি দেয়া হবে জানিয়ে ...

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর পাশে দাড়ালো সাভারের বিএনপি নেতৃবৃন্দ

ছবি
  মোঃ ইমরান হোসেন, সাভারঃ ঢাকার সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডাস্টবিন থেকে গত ২৩ এপ্রিল উদ্ধার হওয়া নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। শিশুটি জন্মগতভাবে হার্টের অসুখে ভুগছে এবং আর্থিকভাবে অসচ্ছল শাজাহান দম্পতির কাছে তার চিকিৎসা সম্ভব হচ্ছিল না। বর্তমানে শিশুটি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম বলেন, "শিশুটির হার্টে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। সেটির জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করছি, যেখানে বিদেশি একটি চিকিৎসক দল অপারেশনটি করবেন।" ঢাকা জেলা বিএনপির ...

নববর্ষ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের দিনব্যাপী উৎসব অনুষ্ঠান আয়োজন

ছবি
মোঃ ইমরান হোসেন, সাভারঃ  গতকাল ছিল বাঙালির ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের দিন। দেশের সর্বত্র ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে এই নববর্ষ। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলায়ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নববর্ষ পালনে নিজ নিজ স্থান থেকে এগিয়ে এসেছে। সাভার উপজেলা প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে সকাল ৯:০০ ঘটিকায় সাভার উপজেলা প্রশাসক জনাব আবুবকর সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর স্থানীয় শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক এক বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি সমগ্র উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। সকাল ১০:৩০ মিনিটে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪:০০ ঘটিকায় স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ লোকসংগীতের জগতে উজ্জ্বল দুই নক্ষত্র কুদ্দুস বয়াতি ও কাঙ্গালিনি সুফিয়া।...

সাভারে পৌর বিএনপির বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

ছবি
  মোঃ ইমরান হোসেন, সাভারঃ সাভার উপজেলা "বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি" এর আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে র্যালীটি শেষ হয়। সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টুর উদ্যোগে এই আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন। অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সাভার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামালউদ্দিন সরকার, সাভার পৌর বিএনপির সদস্য রাশেদুল আহসান রাশেদ সহ অসংখ্য নেতাকর্মী। মিশিল শেষে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এধরনের জনসম্পৃক্ত কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে সাভার পৌরসভার সাবেক সফল কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টু উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন...

সাভারে বিএনপির বৈশাখী আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে

ছবি
সাভার উপজেলা "বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি" এর আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাভার পৌরসভার ছায়াবিথী এলাকা থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে রেডিও কলোনি হয়ে বনপুকুর এলাকায় এসে র্যালীটি শেষ হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে এই আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা সাবেক সফল সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি। অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভিপি বদিউজ্জামান বদি, সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ সহ অসংখ্য নেতাকর্মী। মিশিল শেষে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এধরনের জনসম্পৃক্ত কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে সাভার পৌরসভার সাবেক সফল কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এতে সকল শ্রেণ...

সাভারে পহেলা বৈশাখ পালনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি

ছবি
 মোঃ ইমরান হোসেন, সাভার ঃ                            চিত্রঃ পহেলা  বৈশাখ        আজ বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অন্যতম ধারক এই দিনটি। প্রতি বছর এই দিনটিতে ঘিরে আয়োজন করা হয় হাজারো সাংস্কৃতিক কর্মকাণ্ড। প্রতি বছরের ন্যায় এই বছরও এই দিনটিতে যথাযথ মর্যাদায় পালন করার জন্য পুরো দেশব্যাপী নানা উদ্যোগ আয়োজন করা হয়েছে। তেমনি ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন সংগঠন পহেলা বৈশাখ পালনের জন্য সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সাভার উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সারাদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য লোক সংগীত শিল্পী কাঙ্গালিনি সুফিয়া।  এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে পহেলা বৈশাখ পালনের জন্য উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত ব্...