সাভারে পৌর বিএনপির বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

 

মোঃ ইমরান হোসেন, সাভারঃ


সাভার উপজেলা "বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি" এর আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে র্যালীটি শেষ হয়।

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টুর উদ্যোগে এই আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন। অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সাভার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামালউদ্দিন সরকার, সাভার পৌর বিএনপির সদস্য রাশেদুল আহসান রাশেদ সহ অসংখ্য নেতাকর্মী।

মিশিল শেষে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এধরনের জনসম্পৃক্ত কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে সাভার পৌরসভার সাবেক সফল কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টু উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এতে সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা