নববর্ষ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের দিনব্যাপী উৎসব অনুষ্ঠান আয়োজন





মোঃ ইমরান হোসেন, সাভারঃ

 গতকাল ছিল বাঙালির ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের দিন। দেশের সর্বত্র ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে এই নববর্ষ। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলায়ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নববর্ষ পালনে নিজ নিজ স্থান থেকে এগিয়ে এসেছে।


সাভার উপজেলা প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে সকাল ৯:০০ ঘটিকায় সাভার উপজেলা প্রশাসক জনাব আবুবকর সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর স্থানীয় শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।


সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক এক বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি সমগ্র উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। সকাল ১০:৩০ মিনিটে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিকাল ৪:০০ ঘটিকায় স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ লোকসংগীতের জগতে উজ্জ্বল দুই নক্ষত্র কুদ্দুস বয়াতি ও কাঙ্গালিনি সুফিয়া।


অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জনাব কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাসেত দেওয়ান , বিএনপি নেতা আমজাদ হোসেন প্রমুখ।


সাভার উপজেলা প্রশাসক জনাব আবুবকর সরকারের সঞ্চালনায় সাভারের সকল স্তরের নাগরিকবৃন্দ উক্ত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাভার উপজেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা