সাভারে বিএনপির বৈশাখী আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে
সাভার উপজেলা "বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি" এর আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাভার পৌরসভার ছায়াবিথী এলাকা থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে রেডিও কলোনি হয়ে বনপুকুর এলাকায় এসে র্যালীটি শেষ হয়।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে এই আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা সাবেক সফল সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি। অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভিপি বদিউজ্জামান বদি, সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ সহ অসংখ্য নেতাকর্মী।
মিশিল শেষে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এধরনের জনসম্পৃক্ত কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে সাভার পৌরসভার সাবেক সফল কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এতে সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন