সাভারে পহেলা বৈশাখ পালনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি

 মোঃ ইমরান হোসেন, সাভার ঃ



                           চিত্রঃ পহেলা  বৈশাখ 
     


আজ বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অন্যতম ধারক এই দিনটি। প্রতি বছর এই দিনটিতে ঘিরে আয়োজন করা হয় হাজারো সাংস্কৃতিক কর্মকাণ্ড। প্রতি বছরের ন্যায় এই বছরও এই দিনটিতে যথাযথ মর্যাদায় পালন করার জন্য পুরো দেশব্যাপী নানা উদ্যোগ আয়োজন করা হয়েছে। তেমনি ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন সংগঠন পহেলা বৈশাখ পালনের জন্য সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


সাভার উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সারাদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য লোক সংগীত শিল্পী কাঙ্গালিনি সুফিয়া। 

এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে পহেলা বৈশাখ পালনের জন্য উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার উপজেলা বিএনপির সাবেক সফল কাউন্সিলর জননেতা লায়ন মোঃ খোরশেদ আলম তার ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় আগামীকাল সাভার উপজেলা বিএনপির পক্ষ বিশাল আনন্দ র্যালী আয়োজন করা হয়েছে।


তিনি তার বক্তব্যে আরও বলেন, সাভার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত র্যালীতে উপস্থিত থাকবেন সাভার আশুলিয়ার গণমানুষের নেতা সাবেক সাংসদ ডঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। তাছাড়া সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে বলে তিনি আশা করেন।


পহেলা বৈশাখ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ঘুরে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ চোখে পড়েছে। বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে আনন্দ র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ হরেক রকম আয়োজন থাকছে এবার পহেলা বৈশাখ জুড়ে।


সাভার উপজেলার সর্বত্র পহেলা বৈশাখ ঘিরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে যা বয়স্ক থেকে শুরু করে শিশুদের নানাবিধ বিনোদন দিবে বলে সকলে আশা করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা