ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর পাশে দাড়ালো সাভারের বিএনপি নেতৃবৃন্দ


 







মোঃ ইমরান হোসেন, সাভারঃ


ঢাকার সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডাস্টবিন থেকে গত ২৩ এপ্রিল উদ্ধার হওয়া নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

শিশুটি জন্মগতভাবে হার্টের অসুখে ভুগছে এবং আর্থিকভাবে অসচ্ছল শাজাহান দম্পতির কাছে তার চিকিৎসা সম্ভব হচ্ছিল না। বর্তমানে শিশুটি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম বলেন, "শিশুটির হার্টে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। সেটির জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করছি, যেখানে বিদেশি একটি চিকিৎসক দল অপারেশনটি করবেন।"

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, "আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।" স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, "বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।"

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম আরও বলেন, "বিএনপির নেতৃবৃন্দের আর্থিক সহায়তা শিশুটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রশংসনীয়।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা