বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত: কফিল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান
মোঃ ইমরান হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক এবং ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে সাভার থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বাছেত দেওয়ান, ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইলিয়াস শাহী মোখলেসুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ খান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আলহাজ্ব কফিল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন, কফিল উদ্দিনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং দলের প্রতি তার একাগ্রতা তাকে এই আসনের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আলহাজ্ব কফিল উদ্দিন তার বক্তব্যে বলেন, "আমাকে মনোনয়ন দিলেও আমি ধানের শীষের সাথেই থাকব, আর যদি না-ও দেওয়া হয়, যাকে মনোনয়ন দেওয়া হবে তার নির্বাচনই করব।" তার এই বক্তব্য দলের প্রতি তার আনুগত্য এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বক্তারা আগামী দিনে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন