ঢাকা জেলা বিএনপি যুবদলের সাবেক সহ-সভাপতি বাবুল মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ ইমরান হোসেনঃ

ঢাকা জেলা বিএনপি যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক সাভার পৌর বিএনপি যুবদলের সভাপতি মোঃ বাবুল মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ০৮ই আগস্ট, ২০২৫ ইং তারিখে মরহুমের নিজ বাসভবনের নিকটস্থ সাভার পৌর এলাকার রাজাশন জলপাইবাগান মিয়াবাড়ি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও এম,পি মনোনয়ন প্রত্যাশী জননেতা রাশেদুল আহসান রাশেদ, সাভার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর বিএনপির সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাভার থানা স্বেচ্ছাসেবক দল আরিফুল ইসলাম ঝলক, ঢাকা জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন হোসেন, যুবদল নেতা সোহেল মিয়া সহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

রাশেদুল আহসান রাশেদ তার বক্তব্যে বলেন," বাবুল মিয়া একজন পরিচ্ছন্ন ও বিএনপির জন্য নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তার অকাল মৃত্যু গভীর শূণ্যতা তৈরি করে যা পূরণ করার মতো নয়। আল্লাহ তাআলা তাকে বেহেস্ত নসিব করুন। আমিন।"

পরবর্তীতে অত্র মসজিদের ইমাম সাহেব মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এবং সকলের মাঝে বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা