সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেনঃ
গাজীপুরের বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি নিয়ে শনিবার দুপুর ১২টায় সাভার উপজেলা গেইট, ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি আয়োজনে ছিলেন সাভারের সকল গণমাধ্যমকর্মী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিক তুহিনের নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য চরম হুমকি। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, “সাংবাদিক তুহিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত থাকব না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।” মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা একযোগে স্বৈরাচারী ও সহিংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, সত্য সংবাদ প্রকাশে কেউ বাধা দিতে পারবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন