ঢাকা-১৯ আসনেই থাকতে চায় বিরুলিয়া ইউনিয়নবাসী
মোঃ ইমরান হোসেনঃ
সাম্প্রতিক নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা-১৯(সাভার) আসন এর আওতাধীন এলাকা পুনর্বিন্যাস করা হয়। এসময় সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন ঢাকা-০২(কেরাণীগঞ্জ) আসনে অন্তর্ভূক্ত করা হয়।
কিন্তু ভৌগলিক ও ঐতিহ্যগতভাবে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন দুইটি সাভার উপজেলার অতি সন্নিকটে অবস্থিত। তাই বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নবাসী এই আসন পুনর্বিন্যাস এর সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের মতবাদ ব্যক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় আজ ১৩ই আগস্ট ২০২৫ ইং বুধবার সকাল দশ ঘটিকায় বিরুলিয়া ইউনিয়স্থ কাউন্দিয়া ব্রীজে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আমীর সিরাজি, বিরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক সহ বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের অসংখ্য জনসাধারণ।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে অবিলম্বে পুনরায় ঢাকা-১৯ আসনে অন্তর্ভূক্ত করা হোক। তা নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেছেন তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন