সাভারে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট


 

মোঃ ইমরান হোসেন, সাভারঃ

ঈদুল আজহা সামনে রেখে সাভারের কোরবানির পশুর হাটগুলোতে এখন চরম ব্যস্ততা চলছে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বসেছে কয়েকটি অস্থায়ী পশুর হাট, যার মধ্যে হেমায়েতপুর, আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ার হাটগুলো সবচেয়ে জনপ্রিয়।


হাটে গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে বেশ কিছু বড় আকৃতির কোরবানির পশু আনা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ময়মনসিংহ, দিনাজপুর এবং চট্টগ্রাম অঞ্চল থেকে আসা খামারিরা জানান, এবার পশুর সরবরাহ ভালো হলেও ক্রেতার সংখ্যা এখনো আশানুরূপ নয়।


এক খামারি রফিকুল ইসলাম বলেন, “আমার খামার থেকে ২০টা গরু এনেছি। এখনও পর্যন্ত বিক্রি হয়নি, তবে মানুষ দেখতে আসছে অনেক।” অন্যদিকে একজন ক্রেতা মো. সাইফুল ইসলাম বলেন, “দাম কিছুটা বেশি মনে হচ্ছে, তবে ভালো গরু পেলে দাম নিয়ে আপত্তি নেই।”


সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পশুর হাটে যেন কোনো প্রকার জাল টাকা বা অনিয়ম না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল কোর্ট, পুলিশ ও র‍্যাব সদস্যরা নিয়মিত টহলে রয়েছেন।


এছাড়াও, হাটে স্বাস্থ্য সুরক্ষা ও পশু চিকিৎসার জন্য ভেটেরিনারি দল মোতায়েন রয়েছে। পশুর ট্রাক প্রবেশ ও বাহিরের সময় ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।


সবমিলিয়ে ঈদের আগাম প্রস্তুতিতে সাভারের কোরবানির হাটগুলো জমে উঠেছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই হাটে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা আরও বাড়বে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা