সাভারের তেঁতুলঝোড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

মোঃ ইমরান হোসেন, সাভারঃ

 সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পূর্বহাটি ঈদগাহ মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগণ্জ আসনের চার বারের  সফল সাবেক সাংসদ ও দুই বার পূর্ণ মেয়াদের মন্ত্রী জনাব মোঃ আমান উল্লাহ আমান । এছাড়াও উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকার, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদল নেতা শাওন সরকার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


উপস্থিত নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। দেশের মঙ্গলের জন্য তিনি ও তার পরিবার বহু ত্যাগ স্বীকার করেছেন। দেশের সেইসব বিবেচনা করে ভবিষ্যতেও বিএনপির সাথে থাকবেন বলে সকলেই তাদের আশাবাদ ব্যক্ত করেন।


অত্র এলাকার  মসজিদের ইমাম সাহেব পরবর্তীতে মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা