ঢাকা জেলা যুবদলের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে


 মোঃ ইমরান হোসেন, সাভারঃ


ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আইয়ুব খানের জনসংযোগ উপলক্ষে সাভার পৌরসভার নামাগন্ডা বটতলা ব্রীজ সংলগ্ন এলাকায় গতকাল ১৮ই জুন বিকেলে এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোঃ আইয়ুব খান।


আইয়ুব খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ সেবক হিসেবে তিনি সাভার আশুলিয়ার আপামর জনগণের সেবা করতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির জাতীয় উন্নয়নমূলক ভাবধারার সাথে একাত্মতা পোষণ করে তিনি এই অঞ্চলের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাসউদ্দীন খান পাপ্পু, মোস্তফা কামাল সরদার, শহিদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সদস্য ইমরান হোসেন সাগর।


পরবর্তীতে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

সাভারের বাইপাইলে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আশুলিয়া সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা