সাভারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইমরান হোসেন, সাভারঃ
সাভার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার মসজিদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহাওয়া হওয়া সত্ত্বেও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দিন সরকার, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইলিয়াস শাহী, বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইউসুফ সহ বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি বিএনপি তার আদর্শে গড়া একটি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি গণতন্ত্রের ধারক ও বাহক। দেশে গনতন্ত্রের ধারা ব্যাহত হলে বিএনপি তা মেনে নেবে না, যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
বক্তৃতার শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন