মোঃ ইমরান হোসেন, সাভারঃ
সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ মে বৃহস্পতিবার বিরুলিয়া ইউনিয়নের আকরানে মরহুমের বাড়ী সংলগ্ন মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এ স্মরন সভায় মরহুম আলাল চেয়ারম্যানের ছোট ভাই সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন খান বিল্টু, সাভার থানা বিএনপির যুগ্ন সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন ডালিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভিপি ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরিফ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা, মহিলা ইউপি সদস্য শাহিদা বেগম, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ।
বৃষ্টি উপেক্ষা করে স্বরণ সভায় অংশ নেন হাজারো মানুষ। মরহুম মাহমুদুল হাসান আলাল সাভার থানা বিএনপির সাবেক দুইবারের সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।
অত্র অনুষ্ঠানের সভাপতি সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সভাপতি আনোয়ার হোসেনের বক্তব্যে বলেন, মরহুম মাহমুদুল হাসান আলাল ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। দলের কর্মী ও এলাকায় সকলের প্রিয় একজন মানুষ। দলের সাথে তার ছিল আত্মার সম্পর্ক। বেগম খালেদা জিয়ার সকল কর্মসূচীতে স্বতঃফুর্ত অংশ নিতেন তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন