পূর্ব শত্রুতার জের ধরে সাভারে যুবদল নেতার উপর হামলা ও ব্যাপক ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম এবং তার সহোদর বড় ভাই একই ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে ব্যবহৃত যানবাহন এবং বাসভবনে ব্যাপক হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ। তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, রতন শেখ ও ফারুকের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল তাদের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচরের বাসভবনে হামলা চালায়। এসময় তারা একটি টয়োটা জীপ, একটি টয়োটা প্রাইভেট কার, একটি ট্রাক এবং তার ডিস ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ভাংচুর করেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। উক্ত ঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিকটস্থ ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। রতন শেখ উক্ত ঘটনার বিষয়ে বেশি জানাজানি করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে তিনি তার বক্তব্যে জানান। এবিষ...